Chairman

প্রধান শিক্ষকের কথা



 

সম্মানিত অভিভাবক/ অভিভাবিকা

শুভ নমস্কার/ আসসালামু আলাইকুম

আপনি/আপনারা অবগত আছেন যে জ্যৈষ্ঠপুরা নিরুবালা চৌধুরী একাডেমি নিরিবিলি পরিবেশে পল্লী এলাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সুযোগ্য প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কর্তৃক শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষরুপে গড়ে তোলার প্রচেষ্টা এই প্রতিষ্ঠানের বৈশিষ্ঠ্য, লেখাপড়া মান উন্নয়নের জন্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সদা সচেষ্ট এবং একাডেমির যাবতীয় সমস্যা সমাধানে সক্রিয় ও তৎপর। অত্র এলাকার বিশিষ্ঠ্ শিক্ষানুরাগী বাবু অদুল কান্তি চৌধুরী ও তাঁর সহধর্মিণী মিসেস অনিতা চৌধুরী এলাকার উন্নয়নের লক্ষ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। শিক্ষার্থীদের পাঠ প্রস্তুতি, সহ পাঠক্রমিক বিষয়ে অংশগ্রহণ, চরিত্র গঠনে ইত্যাদিতে যেমন সহায়ক হবে, তেমনি এর মাধ্যমে অভিভাবক অভিভাবিকার নিজ নিজ ছেলে মেয়েদের একাডেমিতে উপস্থিতি লেখাপড়ার অগ্রগতি, জ্ঞনঅর্জনে অনুসন্ধিৎত্রা তার কর্মতৎপরতা ও ভবিষ্যৎ লক্ষ্য ইত্যাদি সম্পর্কে সজাগ থাকতে হবে। শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ডায়েরী এর মাধ্যমে একদিকে অভিভাবকদের মুল্যবান পরামর্শ ও মতামত লাভ করতে পারবেন অন্যদিকে শিক্ষার্থীদের পাঠদান ও অন্যান্য পরামর্শ দিয়ে তার জীবন গঠনে সক্রিয় ভুমিকা পালন করতে সক্ষম হবেন। শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকার সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের সফলতা আসতে পারে । তাছাড়া অভিভাবক-অভিভাবিকার সহযোগিতা ছাড়া কেবলমাত্র শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীর প্রচেষ্টায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না।

একাডেমিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সার্বিক বিকাশ সাধন, কৃতি ও সফল মানুষ এবং সুনাগরিক সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। আসুন, আমরা সবাই মিলে জাতির ভবিষ্যৎ আশা আকাঙখার প্রতীক শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করে তাদের সুনাগরিক হিসাবে গড়ে তুলি, এ মহান লক্ষ্য অর্জনে আপনারা এই একাডেমির সার্বিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা দান করে উৎসাহিত ও কৃতার্থ করবেন। আমাদের চেষ্টা সফল হোক।

 

ধন্যবাদান্তে

নুপুর কান্তি চৌধুরী

প্রধান শিক্ষক

জ্যৈষ্ঠপুরা নিরুবালা চৌধুরী একাডেমি।

 

Headmaster

নুপুর কান্তি চৌধুরী
Headmaster
View

Admission Going on

Play to Nine
Admission Going on
View

Founder

Adul kanti Chowdhury
Founder
View

E-Service